আমার শিরদাঁড়ার মৃত্যু হচ্ছে।


সব কালো আজ আমার কাছে সাদা,
সব মেকি আজ আমার কাছে সত্য।
মানবজীবনের ষড়রিপু আজ বিবর্ণ।


সকালের সূর্য হারিয়েছে
আবির রং,
পাখির কলকাকলি যেন যান্ত্রিক,
নদীর ছলাৎ ঢেউ আজ ক্লেদময়।


আমার শিরদাঁড়া নুইয়ে পড়ছে  তিলে তিলে।
জোচ্চোর এর ভীড়ে, সেঁধিয়ে যাচ্ছি প্রতি পলে।


বিবেক এখন নিদ্রারত। ব্যাঘাত পছন্দ করছে না সে ।


ছোটবেলার সোজা সাপটা আমি, আজ হারিয়ে গেছি।
"সদা সত্য কথা বলিব"
আজ হাস্যকর।
সৎ হবার,
সৎ সাহস আজ আর নেই।


অনেক চেষ্টা করেও,
খুঁজে পাচ্ছি না বাতাসের সুবাস,
শিউলির গন্ধ, মিঠে রোদের উষ্ণতা।
অনেক কষ্টেও, নাগাল পাচ্ছি না
ভালোবাসার ।


শিরদাঁড়া আরো বেঁকে গেছে।
দিন গুনে চলেছি কখন উল্লম্ব শিরদাঁড়াটা,
মাধ্যাকর্ষণ শক্তির কাছে হার মানবে।


দেখি, কাতারে কাতারে অষ্টবক্র দাড়িয়ে আছে,
শিরদাঁড়ার দোকানে, বাঁচার তাগিদে।


উল্লম্ব শিরদাঁড়ার মানুষের ভীড়ে, শেষ চেষ্টা করেছি সোজা থাকার।
আওয়াজ তুলেছি অশ্লীলতার বিরুদ্ধে,
করেছি মন্দের বিরুদ্ধাচরণ।


শেষে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছি।
ছেঁটে বা কেটে দেওয়ার খেলায়, আমি  ছিলাম এক প্রতিপক্ষ।


অনুভূমিক শিরদাঁড়ার বড়ো অভাব আজকাল।
তাই, অপেক্ষায় আছি মাধ্যাকর্ষণ এর কাছে হার মানতে,
মনুষ্যত্বর মৃত্যু বরণের অপেক্ষায়।



সুমু

-----------------------------