তারপর..
কাঠবেড়ালির ওম মাখা রোদ্দুরের
ভালোবাসা নিয়ে ভোর হলো...
শুকনো পাতার মর্মর ধ্বনি জ্বালা ধরালো, শিরায়, উপশিরায়, পাঁজরে, ওষ্ঠে
বুকের গভীর থেকে গভীরতর প্রকষ্ঠে
ভালোবাসার পরত,পেঁয়াজের শুকনো খোলার মত এক এক করে, আস্তে আস্তে, খসে পড়তে লাগলো I
বীভৎসতা উঁকি দিলো, সুন্দর এর আড়াল থেকে!
শীতের কুয়াশার নারী হয়ে যাওয়া সূর্য , অসহ্য জ্বালা
ধরালো চামড়ায়... দগ্ধ করলো হৃদয় !
বুকের ভেতর হাহাকার তখন ঘুমন্ত ভিসুভিয়াস....
মুচড়ে বেরিয়ে আসার ফন্দি আঁটে...
আস্তে আস্তে
বিবর্ণ হয়, ছোটবেলার চিঠি....শব্দ হারায়, নদীর ছলাৎ ঢেউ I
মুছে যায় সপ্তপদী, নিবুনিবু হয় পলাশ এর আগুন !
তখন এক বুক হাহাকার স্মৃতি আঁকড়ে বসে থাকে দু আনা স্বপ্নের অপেক্ষায়!