ভেবেছিলাম দেখা হবে
-------------------------------
ভেবেছিলাম দেখা হবে
তেপান্তরের পারে, মাটি যেথায় আকাশ মেশে।
ভেবেছিলাম দেখা হবে, তিন মোহনার ধারে,
নীলকণ্ঠের সুদূর দেশে ।
ভেবেছিলাম দেখা হবে, আলের ধারে,
ভুট্টা ক্ষেতের সবুজ পাতায়।
ভেবেছিলাম ঘর বসাবো পাহাড়চূড়ায়,
কাব্য লেখা, নতুন খাতায়।
খাতার পাতা রইলো সাদা,
নীলকন্ঠ পড়লো ধরা,
তেপান্তরের পারে তখন
কান্না - মেঘের জমাট বাঁধা।
ভেবেছিলাম ভালোবাসার সঙ্গ বোধ হয়,
এই জীবনে আর পাবোনা।
ভেবেছিলাম প্রেমিক মন আজ
কুলুঙ্গীতেই থাক না তোলা।
ভাবনা টা যাই ভেবে ভেবে
একুল ওকূল দুকূল ভরা,
মাঝ জীবনে মনটা হঠাৎ
হাতছানি দেয়, লক্ষ্মীছাড়া।
বললো ডেকে, সঙ্গে যাবি?
ভালোবাসার সঙ্গ পাবি।
দিলেম পাড়ি, ভালোবাসার উজান পানে।
অলখ প্রেমের সঙ্গোপনে।
সুমু
-------------