আসছে বছর,আবার হবে
সুমন মুখোপাধ্যায়
___________________

যাবিই  যদি, আসলি কেন ?
এই কটা দিন থাকলি কেন ?

এলি পরিবারের সাথে,
তাড়াতাড়ি যেতেই হবে ??

বাচ্চাগুলো বায়না করে,
আর কিছু দিন থাকার তরে।

তুই ওগো মা -
কখন আসিস নৌকো বেয়ে,
কিংবা আসিস হাতির মাথায়,
কিংবা ঘোড়ায় পরিয়ে  লাগাম,
পালকি করে দুলকি চালে।

তোকে ধরে রাখবো এবার,  
ভাঙবো মা তোর যাওয়ার বাহন,
ছেড়ে দেবো সিংহ মশাই,
জঙ্গলে বাস করুক তখন।

যাকনা চলে মহিষাসুর,
শেষ করে সব মনের অসুখ।
যুদ্ধ যখন থেমেই গেছে,
সিংহ রেখে, লাভ কি আছে ??

দিব্যি কেটে বলতে পারি,
আনিয়ে দেবো ঘোড়ার গাড়ি,
কিংবা যদি প্লেনেও ফিরিস   ,
সেটাও উপায়  করতে পারি।

ছেলে মেয়েও বেশ সাবালক,
তবুও তাদের, সবটাতে রোক?

হয়তো মা তোর বর ডেকেছে
বাঘ ছালটা কাচতে হবে..
কিংবা নন্দী ভৃঙ্গীর জ্বালা ---
তোকেই কেন সইতে হবে?

আসলে তুই ঘোর সংসারী,
ব্রহ্মান্ডর হিসেবেধারী।

ছানা পোনা সঙ্গে করে,
গোনা দিনেই যাবি ফিরে ??
এই কথা টা ঠিক না বাপু !!
বায়না তোমার মানতে যে হয়
দুঃখে ঘিরে।।

একটা কথা মন দিয়ে শোন!

নিজে যদি থাকতে নারিস,
থাকিস মোদের হৃদয় জুড়ে।

সত্যি কথা বলতে পারি
বচন দিলে ,
হৃদ মাঝারে রাখবো তোকে সবাই মিলে।

আবার যখন আসবি ফিরে,
দেবো  মা তোর জয়ধ্বনি!!

আওয়াজ তুলে বলবো সবে,
আসছে বছর আবার হবে।


সুমু