রাত্রি এলো আকাশ জুড়ে
উঠলো সাঁজের তারা,
আঁধার মাঝে হারিয়ে গিয়েও
পথ খুঁজছে  কারা!!

ভ্রান্ত পথের পথিকরা সব
পথের মাঝেই আছে,
আলোর কাছে থেকেও তারা
আঁধার খোঁজে কাছে।

আঁধার মুছে উঠবে আলো
তোমার মলিন মনে,
বৃষ্টি ভেজা আকাশ জুড়ে
বৃষ্টি মনের কোনে।।