তোমার শহরে ব্যস্ততা ক্ষণ
আমার কালবৈশাখী,
তোমার হৃদয়ে নাম নেই তাই -
আমি দিশাহারা পাখি।
তোমার নয়নে মেঘ জমেছে
আমার অশ্রু রাতি,
তোমার শরীরে শীত লাগে তাই -
আমি তেলের বাতি।
তোমার শরীরে ক্লান্তির ছায়া
আমি হয়েছি ক্লান্ত,
তোমার মনের অস্থিরতায়
আমি পরিশ্রান্ত।
তোমার কবিতার অন্য পাঠক
আমার পত্রখানি,
তোমার মনে নেইকো আমি-
আমিও তা জানি।।