হে ভাস্কর পোড়াও মোরে তোমার তরে -
লাগুক দহন জ্বালা,
হৃদয়পুরের গহিন বনে
টুকরো স্বপ্ন মালা।

রঙিন প্রেমে ডুব দিয়ে যাই-
স্বপ্নের স্রোতে ধরে।
সুপ্ত হৃদয়ে বীজ বুনেছিনু -
প্রেম সাগরের পারে।

নোনা জলে ডুব দিয়েছি
তোমার ব্যস্ততায়,
রাতের আকাশে নক্ষত্রেরা বলো -
আলো কোথা পায়!

প্রতিটি পদে তোমার স্মৃতি
আমায় ডাকে প্রতি রাতি।
তোমার কথা ভাসে কানে
চেয়ে থাকি পথ পানে।