শুকতারাটার সুখের অভাব
কালপুরুষের হাসি।
স্বর্গ পুরে কে যে বসে-
বাজায় কল্পতরুর বাঁশি।
সুখ সাগরের খেয়ার তালে
নিরাশার ভাঁজে সুর।
সূর্য্যি ডোবার চার প্রহরেও
নিদ্রা বহু দূর...!
রাতের আকাশ আবছা হলো
উঠলো ভোরের আলো।
আজ, শুকতারাটার দুখের খবর
ক'জন রাখে বলো।