বসন্তে কাঁদিছে হৃদয়
শরৎ স্মরণে,
কাশীনাথ বিছানায় শুয়ে
কমলা চরণে।

যাহা কিছু দেখা হয়
সরল নিয়মে,
তাহা সবই হয় জটিল
ভাজ্যে'র কারণে!

যাহা কিছু ভাগ শেষ
পড়ে থাকে তটে
তাহা নিয়ে অসহায়
ছবি আঁকে পটে!

পটে আঁকা ছবি সব
আবছা ও কালো
বিনা স্রোতে নদীগুলো
থাকে নাতো ভালো।

স্রোত হীন নদী বুকে
বেড়ে ওঠে ভুঁড়ি
জলাভাবে ঝরে যায়
নবনীতা কুঁড়ি।

কুঁড়ি ভেবে ভুল হয়
ঝড়েও যায়া ফুল
বর্ষাতে ফুলে ফেঁপে ওঠে
ভাসে নদী কূল।

কূল ভাঙা নদী আর
ডাল ভাঁঙা পাখি
সারারাতি  খুঁজে ফেরে
খোঁজ হারা সাথী!

সাথী খোঁজে পাখি তার
রাতি পোহাইল,
পূবাকাশে রবি মামা
হাসিয়া উঠিল।

হাসে রবি পূবাকাশে
ব্যথা ভরা মন
শরৎ শরণে কে মোরে
নিয়ে যাবে ক্ষণ!