চলতে হবে একাই জেনেও
সঙ্গী লাগে পথে,
পথের মাঝে সঙ্গী তারে
ছেড়েছে কোনো মতে।

মাঝ পথেতে সঙ্গী ছেড়ে
পাখির বড়ো খাঁচা,
শীতের দেশে শীত সেজেছে
মনে দিয়ে ব্যাথা।

মনের ব্যাথা শান্ত করে
উড়লো পাখি তেপান্তরে,
মাঝ পথেতে হলো দেখা
সঙ্গী হারা পরস্পরে।।