সাহিত্য সুধায় গা ভাসিও
মুক্তো বইয়ের ফাঁকে,
মোবাইল স্ক্রিনে চোখ আটকে
পথের বাঁকে বাঁকে।
গাঁয়ের পথের গাছ তলাতে
শহর-বাজার-গ্রামে
মোবাইল-এ প্রান আটকে
মন বসেনা কামে!
কাম-ধাম সব বাদ-ই দিলাম
আসি খেলার কথায়
মাঠের মধ্যে গাছ গজেছে
নেইকো খেয়াল মাথায়।
মাথা এখন খারাপ সবার
ডিজিট্যালের ভূতে,
কাগজ ছাপা বইগুলো সব
রাখছে মাটি পুঁতে!