চোরেরা আজ রাজা হবে
করবে চুরি শেষ,
দীন দুখীদের করেছে ধনী
পরছে ছেঁড়া বেশ।
ছেঁড়া বেশে দেখায় শরীর
ক্ষুধার্ত ওই পেট,
পেটের মধ্যে মেরেছে লাথি
উপর তলার শেঠ।
শেঠের হাতে ক্ষমতা প্রচুর
সত্যি বলা মানা,
চোখ থাকতেও দেখোনা কিছু
হয়ে থাকো কানা।
কানার সাথে বধির হয়ে
বাঁচিয়ে রাখো প্রান,
সত্যি কথা বেরিয়ে গেলেই
থাকবেনা আর জান।।