সাদা কালো শীত জমছে
রক্ত জবার বুকে,
কুয়াশা ভেজা ঘাসগুলি সব
রয়েছে হাসি মুখে।

মুখের হাসি মুখেই আছে
মনে আঘাত খেয়ে,
দিনগুলি সব যাচ্ছে বয়ে
অশ্রু নদী বেয়ে।

অশ্রু নদীর বুকের মাঝে
অনল বাজায় বাঁশি,
মনের মাঝে রাত মেনেছে
প্রতিশ্রুতির হাসি!!