ফটো ফ্রেমে আটকে স্মৃতি
একলা শীতের রাত,
তোমায় ভেবে বাড়ছে দেখি
আমার গাঁটের বাত।

বাতের ব্যাথায় রাত বেড়েছে
সকাল অনেক দূর,
ভোরের আলোয় গাইবে পাখি
বেদনা ভরা সুর!

শূরের বাঁশি সুর দিয়ে যায়
নিশির পিছু পিছু,
আঁধার রাত কানের কাছে
কইছে যেন কিছু!

অনেক কিছু বলার ছিল
বলতে গিয়ে দেখি
অন্য হাতে হাত রেখেছে
আমার প্রিয় সখী!

সখীর প্রিয় সখ করেছে
ঘুরতে যাবে শীতে,
গীটারটা তার থাকবে সাথে
জমবে গীতে গীতে।

গীতের লাইন লিখবো আমি
সুর দেবে তার প্রিয়,
এখন আমি অনেক দূরে
ফিরে আসাই শ্রেয়ঃ।