মনটা ভারি ভারাক্রান্ত
অতীতের স্মৃতি ঘেঁটে
মাঝেমধ্যে যাই ভুলে
কৈশোর গিয়েছে হেঁটে।

বর্ষার দিন, স্কুল গেটে জল
হয়েছে টিফিন, ছাতাদের ভিড়।
ভিড় ঠেলে কটি মুখ
দিয়ে যায় সব সুখ!

শরতের আগমন, উৎফুল্ল দু-নয়ন
হেমন্ত হিমেল হাওয়ার টানে,
বসন্ত বিরহে বেদনারা সাজে!
কৃষ্ণচূড়া আজও একা দাঁড়িয়ে
ছবি আঁকে, অতীতের স্মৃতিপটে।।