নীলচে আকাশ স্বপ্ন গুলো
পথের পানে চেয়ে,
যায় ভেঁসে-যায়  অনেক দূরে....
ইছা নদী বেয়ে।

ইচ্ছা নদীর পথের বাঁকে
হাজার মনের খাতা,
আধখোলা সব মনের খাতায়
কালচে রঙের পাতা।

কালচে রঙের পাতার ফাঁকে
ফুঁসিয়ে ওঠে মন,
হাজার স্বপ্ন চোখের মাঝে
আজ, নেই'কো আপনজন...!