সুখ তুমি কাহারে কও হে মানব?
নদীর পারের রিনরিনে বাতাসের পাশে বটবৃক্ষ, নাকি,ঝড়-বাদলের মাঝের পাকা দেওয়াল..
সুখ তোমার আসে কি সে বলতে পারো?
দিবারাত্র অপেক্ষার শেষে কাঙ্ক্ষিত মানুষটার প্রত্যুত্তরে, নাকি
দিনশেষে মায়ের ফোনকল,দূর বাড়ি-ঘর হতে..
সুখ তোমার আসে কি সে বলতে পারো?
বলতে পারো কোনটা বেশি শান্তির?
হারানো বন্ধুর ফিরে আসা নাকি
ফিরতি পথে পাওয়া নতুন কলম?
বলতে পারো কোনটা তোমার কাছে সুখ!
প্রেমিকার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি নাকি রমনির ঘেমো হাতে মোছা তোমার দুঃখ সব!!
ঠিক কোনটা তুমি বেছে নাও ভেবে সুখ?
তোমার পাতায় নতুন নতুন মুকুল,
ফল হয়ে ঝরে পড়ে মাটির প্রদেশে।
তুমি,হ্যাঁ শুধু তুমি ছত্রাকের মতোন যত,
গিলে খেয়ে বাঁচো মৃত জীবনের সুখে..
বলতে পারো এ বিশ্বের যত সুখ,
কোথায় আছে, কেমনে আছে বাঁধা?
আমার মনের যত্ন করো কি আদৌ!
খুঁজে পেয়েছো সেথায় মুক্ত শ্যাম-রাধা?
সুখ-দুঃখের চাবিকাঠি খুঁজেছো কোথায়?
মন্দিরের বেদি ভাঙতে গিয়েছো পাগলের দল সেজে..
ওরে বোকা, ভাঙিসনে তোরা অযথাই গুজবে মজে।।
সুখ খুঁজবি? খোঁজ না মনের ভেতর...
খুঁজে পেলে তুই আমায় যাস ভূলে..
লিপ্ত হোস অনন্ত ধ্যানের পথে..
পথিক আমি আবারো খুঁজবো সুখ,
আরো একবার.. এই বিশ্বের কোকনদে.....
----×----