অভুক্ত হয়ে ভুক্ত যারা,
মৃত্যু সোপানে মুক্ত যারা,
এখানে ওখানে ছড়ানো রক্তে,
বহ্নি শিখার ছোঁয়ানো শব্দে,
আমরা তোমরা ঝলসে উঠি,
বিচার বিচার, গর্জে উঠি।
সেই বিচারের কারণ খোঁজে,
অন্ধকারে মুখটা বোজে,
এই সমাজের ফন্দিফিকির এ,
আটকে থাকা বন্দিরা।
ঝলসানো গিরি,
মৃত্যুর সিঁড়ি,
শয়নে স্বপনে দিচ্ছে হাঁক,
আমার মায়ের জাতের মেয়েটা,
নির্যাতনের বিচার পাক।
ঘুম ঘুম ঘুম আসেনা আজও,
স্বপ্ন স্বপ্ন দেখবো কই!
আমার বোনের জামার ভাঁজে,
রক্ত দেখেছি, কেমনে সই!
প্রতিবাদী ওরা রাস্তা ঘিরেছে,
দাবী তুলেছে ছোট্টো মেয়ে,
তিলোত্তমা বিচার পাক..
আওয়াজ তুলেছে বিচার চেয়ে..
তাতেই তারা ভয়ে কাতর,
বিষাদগ্রস্ত প্রাণের আতর।
অন্ধকারের নির্যাতনে,
গর্জে ওঠে নিজের পানে।
তবে সব কিছু ভুলে,
ভুবন দুলে,
গর্জে ওঠাটাই আসল,আসল।
নিপাত যাক মনের কালো,
নিপাত যাক, সবার পাপ।।
খুবলে খাওয়া দেহের মাঝে,
ছোট্টো একটা মন ছিলো।
ইচ্ছে ছিলো হাজার কিছু,
মনের মাঝে দম ছিলো।
কিন্তু ওরা, সত্যি চেপে,
মিথ্যের খেলায় মেতে ওঠে,
আমার দিদির গায়ে শুধু,
নির্যাতনের কালি ছেঁটে..
তবে সব সব সব বিচার হবে,
বিচার হবে, তোমার দোষের।
নিপাত যাবে অন্ধ সমাজ,
মৃত্যু হবে, মিথ্যে জো তে..
গর্জে উঠবে সবার কলম,
গর্জে উঠবে সবার হিসেব।
মিথ্যে কারা ভেঙে ফেলে, বিচার,
বিচার চাইবে লোকে।
আকাশ,বাতাস চিৎকার করে,
যখন তোমায় দিচ্ছে ধাওয়া।
বসে থেকো না, চিৎকার করো,
তোমার জন্যেও আজ বিচার চাওয়া।
ঘটনা শুধু ঘটলো এখানে,
তাই বলে কি সব খুন মাফ?
ওরা যতই করুক, নির্যাতন আর,
মৃত্যু শেষে প্রমাণ সাফ।
আমরা জানি, সবাই জানি,
গর্জে ওঠো শিক্ষিত প্রাণী,
এবার তুমি না জাগলে,
কবে জাগবে, বলো শুনি!
প্রতিবাদী হও, ইতিহাস গড়ো,
মিছিলে মিছিলে মাধ্যম ধরো।
পৌঁছে দাও তোমার আওয়াজ,
সেই বিচারকের কাছে..
যাঁর কথাতে জ্বলবে আগুন,
যাঁর জাস্টিসে উঠবে ধোঁয়া,
কালো এ ধরার বিচার হবে..
বন্ধ হবে হুক্কা হুয়া..
আমার কলম জ্বলবে জ্বলবে,
তোমার মনও, বলবে, বলবে।
গর্জে ওঠাই বিপ্লব যখন,
গর্জে ওঠো থামছো কেনো!!