শিক্ষা নিলাম প্রতিষ্ঠানে,
প্রতিষ্ঠিত হবো বলে।
চোখের কোণে ফেললাম কালি,
একদিন বড়ো হবে বলে।
বড় হয়ে দেখলাম শুধু,
মানুষ, ছুটছে ইঁদুর দৌড়।
আমার সামনে উড়ে গেল যেন,
আমার মন, আমার দৌড়।
এক নিমেষেই ভেঙে পড়লাম।
বুজিয়ে গেলো হাজারটা আদর্শ,
নিজের বোবা ইচ্ছেতে আগুন ঢেলে,
খুঁজতে চললাম আদর্শ।।
জড়িয়ে গেলাম তাদের সাথে,
দিনরাত যাদের রাস্তায় বাস।
খুঁজে পেলাম তাদের মাঝে,
ভালো থাকার রজত ঘাস।
রাত দিন যারা এক করে দেয়,
আমরা আলো পাব বলে
সেই খনির মজুরের কাছে পাই, ভালোবাসা
যা হাজার কষ্ট মাফ করে দেয়।।
নিত্য নতুন স্থান বদলানো,
রেল লাইনের মানুষজন
জীবন তারাই শিখিয়ে দিল,
খুঁজে দিল আপনজন।।
নদীর ধারের সেই আঁধারে,
পেয়েছি স্মৃতি বিগত কাল।
হাজার সাহস জড়িয়ে থাকে,
জাগিয়ে তোলে চোখে বর্ষাকাল।
জ্ঞান মিলেছে জেলখানা থেকে,
মানুষের দোষ, দোষ যেথায়।
আদর্শ জ্ঞানী হয়েছি আমি,
দোষীদের দোষে মুখ ফেরায়।।
আদর্শ পাই বাজার থেকে,
ধৈর্যশীল ওই দোকানদার।
শিখুন শিখুন বলছি দাদা,
এই শেখাতেই আছে সংসার।।
চরম জ্ঞান পাই ফাঁকা মাঠ থেকে,
একলা বসে সেই অপেক্ষা রোজ।
হিজিবিজি এই পৃথিবীর মাঝে,
সঙ্গী সাথীর চলছে খোঁজ।।
বুঝতে শিখলাম পরিযায়ী শ্রম,
হারিয়েছে যার বুকের খাম।
শিক্ষা এখানে সত্য নয় শুধু,
মূল্য চুকিয়ে দিচ্ছি দাম।।
এভাবেই মানুষ, গড়তে শেখে
ফেলতে শেখে মাথার ঘাম।
তাইতো বলি ডিগ্রির খোকা,
দিও অবশ্যই সঠিক দাম।
এভাবেই কত জানা অজানায়,
আদর্শ পাই নতুন ভাবে।
সংসার জুড়ে হাজার আদর্শে,
প্রণাম জানাই মাথা ঠুকে।।