আমি এমনই এক কবি!
দুই কলম লেখার পরে গুলিয়ে ফেলি সবই।
কি করে লিখি, কি ভাবে লিখি এই ভেবে ভেবে,
লেখা আর হয়না কিছুই বাক্যের অভাবে।
শব্দগুলো চোখের সামনে করে ছোটাছুটি,
ধরতে গেলে ফোঁসকে যায় হেসেই লুটোপুটি।
ছন্দগুলো দ্বন্দ্ব করে থামানো আর যায়না,
ওরে একটু তোরা শান্ত থাক ধরিসনা আর বায়না।
অক্ষরদের বেজায় দেমাক কতো রকম ভনিতা,
কি করে বলো লিখবো আমি তোমায় নিয়ে কবিতা।
শোন বলি এই মেয়ে,
বরং তুমি নাওনা পড়ে আমার চোখে চেয়ে।
চোখের ভিতরে,বুকের পাঁজরে,হৃদয়ের বাগানে,
আকাসে,বাতাসে,মাটিতে,গাছেতে,পাখিদের গানে
শুধুই কবিতা।
টেবিলে-টেবিলে,প্লেটে-প্লেটে,জগে,গ্লাসে,লবনের পাত্রে,
সকালে,দুপুরে,সন্ধায়,রাত্রে,
শুধুই কবিতা।
দেখো কেমন যত্ন করে কবিতা গুলো সাজানো!
কবিতা দিয়েই ঘর গোছানো!
তুমি কবিতা খাবে,কবিতায় ঘুমাবে,
কবিতায় ভিজে স্নান করবে,কবিতা দিয়ে চুল শুকাবে!
তোমার কবিতা,তোমাকে নিয়ে কবিতা,তোমার জন্য কবিতা!
তুমি কবিতা পড়বেনা!
চোখের দিকে তাকাবেওনা!
তুমিও তাহলে ওদের দলে যোগ দিয়েছ!
আমার কাছে ধরা দেবেনা !
ওরা তোমার দলে যোগ দিয়েছে!
তবেই হয়েছে!তাইতো বলি তোমার জন্য ওঁরা এমন!
দুষ্টু মেয়ে তোমার জন্য আমিও এমন ।