তোমাকে দিলাম পাখির গানে মুখরিত এক কৃষ্ণচুড়ার বন ।
ফুলের গালিচা পাতা পথ,দুই পাশে গাছের সারি,
লাল ফুল,সবুজ পাতার ফাঁক গলে শেষ বিকেলের আলো ।
সে পথ ধরে,হাতে হাত রেখে হেঁটে যাবো আমরা দু'জন ।
তোমাকে দিলাম পাখির গানে মুখরিত এক কৃষ্ণচুড়ার বন ।
তোমাকে দিলাম ছোট্ট সুখের ঘর,বেঁধে দিলাম প্রাণের সাথে প্রাণ ।
আয়নার কোণে লাল টিপ,চিরুনিতে পেঁচানো একগোছ চুল,
জানালা দিয়ে আসা জোস্না ছড়িয়ে থাকা বিছানায়
তোমার আমার ঘামে ভেজা শরীরের ঘ্রাণ ।
রাত বারটায় দেয়াল ঘড়িটায় বেজে ওঠে ঢংঢং ।
তোমাকে দিলাম পাখির গানে মুখরিত এক কৃষ্ণচুড়ার বন ।
তোমাকে দিলাম বৃষ্টিধোয়া নীল আকাশ,রংধনুর সাতরং ।
সে রংয়ে রাঙ্গাবো ক্ষণকালের এই পৃথিবীতে
চিরকালের,সীমাহীন প্রেমের আমাদের জীবন ।
সে জীবনে আমরা দু'জন আর সুখের প্লাবন ।
তোমাকে দিলাম পাখির গানে মুখরিত এক কৃষ্ণচুড়ার বন ।।