যে পাখিটা ছেড়ে দিলাম,
বলেছিলাম উড়ে যা,ঘুরেবেরা আকাশ জুড়ে ।
সেই পাখিটা মুখ থুবড়ে পড়ে আছে,ফোঁটায়-ফোঁটায়
রক্ত ঝরছে ছোট্ট পাখিটার বুক চিড়ে !
এইতো আমার চোখের সামনে
আমার থেকে একটু দূরে ।
পাখিটা করেনি কারো ক্ষতি , আপন খেয়ালে গান গাওয়া পাখির এমন দুর্গতি !
ধুলোমাখা ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে নিথর,অসাড়
যে চেয়েছিল দুটো সশ্যদানা,এখন নিজেই অন্যের খাবার।
হায়রে পাখি হলনা তার উন্মুক্ত আকাশে মুক্ত বিচরণ,
পেলনা মুক্ত জীবন,পণ্ড হল সকল আয়োজন,
ফুরিয়ে গেলো তার সকল প্রয়োজন।
এ যেন জগতের নির্মম পরিহাস।
এইতো আমার চোখের সামনে
আমার থেকে একটু দূরে মুখ থুবড়ে পড়ে আছে
মুক্তির গান গাওয়া পাখিটার দেহ ।
আমার দেখা স্বপ্নের লাশ !