রাত সাড়ে তিনটায় সেহরি,সন্ধ্যা পৌনে সাতটায় ইফতারি,
শব্দগুলোর অর্থ বুঝিনা বলেই লাগে একটু ভারী।
কারো কাছে সেহরি মানে শুধু এক গ্লাস পানি,
ইফতারিতে শুকনো মুড়ি,সংসারে টানাটানি।
রোযা মানে সংযত থাকা,অনাহার দীর্ঘক্ষণ।
দুঃখী মানুষের কষ্ট বোঝার ব্যবস্থা বিচক্ষণ।
কারো জন্য বারমাস কষ্ট,প্রতিদিন অনাহার,
ফুটপাতে পড়ে থাকা শিশুর ,ক্ষুধার যন্ত্রণায় চিৎকার।
যে নিজেই দুঃখী,অনাহারী, তার জন্যেও ফরয রোযা,
রোযা মানে সকল কাজে মহান আল্লাহকে বুঝা।
কারো কাছে সেহরি,ইফতার এক মহা আয়োজন,
টেবিলে সাজানো খাবার,পানি ও যা কিছু প্রয়োজন।
রোযার পরে আসে ঈদ,ঈদ মানে খুশি,আনন্দ।
ঈদের নামাজ, কোলাকুলি,ভুলে যাওয়া দীর্ঘদিনের দ্বন্দ্ব।
আমি গুনাহগার,হে মহান আল্লাহ্ তবু ফরিয়াদ তুমি শোন,
যারা রোযাদার তাদের মাফ করে দিও ভুল যদি থাকে কোন,
এতো কষ্ট করে যারা রোযা রাখে, তাদের রোযা
কবুল করে নিও,
দুঃখ,দারিদ্র যাদের নিত্যসঙ্গী,তাদের শান্তি দিও।