আয়কর আমি দেবনা,ঘুষ দেবো কিছু টাকা।
আমার থলি ভরপুর হোক রাজস্ব হোক ফাঁকা।
পানি,বিদ্যুৎ,গ্যাস বিল দেবনা ঠিক মতো,
কিছু ঘুষ দিয়ে শোধ করে দেবো বকেয়া আছে যতো।
সরকার করুক ধার ভোগ করবো আমি।
শোধ যে করার করুক আমি করবনা জানি।
আমি দেশকে ভালোবাসি, দেশ আমাকে ভালবাসে,
আমার গলায় মালা পরাতে কতো লোক ছুটে আসে!
ইদানিং খুব ভয় হয়, জেগে উঠি মাঝ রাতে।
মালাগুলো সব দড়ি হয়ে যায় স্বপ্নের মাঝ পথে।
মালা নিয়ে এসেছিল যারা লাঠি তুলে নেয় হাতে,
প্রশংসা ছেড়ে মেতে ওঠে সব প্রচণ্ড প্রতিবাদে।
ফুলগুলো আর ফুল থাকেনা, হয়ে যায় ইট-পাটকেল,
সব শালা স্বার্থপর,সব ব্যাটা বে-আক্কেল।
আমি দেশকে ভালোবাসি, দেশ আমাকে ভালবাসে,
চিৎকার করে জেগে উঠে দেখি মৃত্যু দাঁড়িয়ে পাশে!