চোখ মেললে,দৃষ্টির সীমানায় তুমি নাই,
চোখ বুজলে,তোমাকেই দেখতে পাই,
দেখি তোমার মায়ায় ভরা হাসিমাখা মুখ ।
জন্ম তোমার গর্ভে,থেকেছি তোমার কোলে,
এই পৃথিবীর বুকে রেখে আমাকে, তুমি গেলে চলে ।
তোমার স্নেহ পাবার জন্য এখনও উন্মুখ ।
এইতো সেদিন মাথায় রেখে হাত
অশ্রুসজল নয়ন মেলে করেছিলে আশীর্বাদ
বলেছিলে দীর্ঘজীবী হউ ।
আজও আমি আছি বেঁচে
কতজনে মরেছে,কতজনে জন্মেছে,
মা!তুমি এখন অন্যকোনখানের,মর্ত্যবাসী নউ !
জানি এই পৃথিবীর তটে
এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে
বর্তমান হয় অতিত,ভবিস্যত হয় বর্তমান ।
নতুন বসন্তে প্রকৃতির আনন্দে মুখরিত হয় চারিদিক
আমি হই তোমার পথের পথিক
অতঃপর,আমার পথে আমারই সন্তান ।।