একজন কবি লিখলেন কবিতা গড়পড়তা
অনেকেই পড়লেন,কেউ আংশিক,কেউ সবটা।
কারো লাগলো ভালো,কারো মুটামুটি,কারো কাছে বিরক্তিকর,
তবু কবি লিখলেন নির্বিকার চিত্তে রাতদিনভর।
কখনো আলোচনায় কখনো সমালোচনায় মুখরিত কবি,
কারো কথায় মুখ খোলেননি অথচ বুঝলেন সবই।
কবি লিখে যায় একাকি নিরালায় আপন ভাবনায়,
সেদিন অতীত,ঘটনা পুরাতন,নিন্দুকেরা নিল বিদায়।
অতঃপর,
বিস্মিত লোকেরা নেয় কবির খবর।
বহুকাল পর ওঠে যেন ঝড়,প্রচারিত হয় কবির ছবি,
কবিতার মাঝে ফের ওঠে জেগে হারিয়ে যাওয়া কবি!