লুট করে নিয়ে আসে- গবলিন
বোমা মারে -ক্যানন,মর্টার।
হিডেন তিসলা দিচ্ছে বৈদ্যুতিক শক,
উপর থেকে ছুরছে বোমা-বেলুন সোলজার।
এক্স বোরো ছুরছে তীর,প্রধান টার্গেট টাউনহল।
প্রতিরোধ গড়ে তোলা এখুনি দরকার
ক্লান ক্যাসল বাড়ায় সৈন্যবল।
গোপন আক্রমণের উদ্দেশ্য নিয়ে
মাইনার ছুটে চলে মাটির নিচ দিয়ে।
বড় বড় যোদ্ধাদের মারতে টেক্কা
মস্ত কুড়াল নিয়ে ছুটছে পেক্কা।
জাদুকর হিলার স্থির নেই আর হয়েছে বের,
যাদুর ছোঁয়ায় সুস্থ করে তুলবেই আহত সৈন্যদের।
সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে রিসার্চ সেন্টার।
দ্বিধাহীন সিদ্ধান্তে খরচ হচ্ছে ডার্ক এলিজার।
কিং,কুইন, উইজার্ড,সোলজার কারো মাঝে নেই আর
কোনো ফারাক!
উদ্দেশ্য একটাই যুদ্ধে জিততে চাই,চালাও আরো জোর অ্যাটাক!
আমাদের জীবনটা ক্লাশ অফ ক্লান্স নয় তবুও আক্রমন বারবার।
কখনও রাজনীতি,কখনও ধর্মনীতি,কখনও বা অর্থনীতি
এ নিয়ে বিতর্ক,তোলপাড়।
অতশত নীতি বুঝিনা আমরা,এ সবে আমাদের ভয়ানক ভীতি।
দেশ থেকে চলে যাক হানাহানি,হাহাকার,টিকে থাক সম্প্রীতি।