অনেক সয়ে সয়ে দুঃখ পাথর
ঘষে ঘষে আগুন তুলি
আগুনের ফুলকি দ্রোহের ঝিলিক
উতরায় মগজের খুলি
অনেক ছুঁয়ে ছুঁয়ে এ জীবন
হয়নিকো পরশ পাথর
যাদের স্নায়ুকোষে নেই অনুভব
হয় কি কষ্টে কাতর!
অনেক হেঁটে হেঁটে চিনেছি নগর
কোন খানে আঁতেলের দল
মুখ পুরে ধোঁয়া ছাড়ে, আড্ডাবাজি
রবি'কেই করছে কতল!
অনেক লোকের ভীড়ে চিনেছি শহর
কোথাও কাঁচ ঘেরা লনে
জুড়েছে গল্প, আজ ছিঁড়েছে কার
নিয়েছে কলজে টেনে!
এই সব রাশভারি চেনা দিন
ভুলে গিয়ে কোথা পাল তুলি
ভাল আছে মাছরাঙা কবুতর
খুঁজি আমি কোন চোরাগলি।