মেঘে মেঘে উড়ে যায় স্বপ্নগুলো,
বসন্তের মেঘ বলে বৃষ্টি হয়েও ঝরে না।
বিগত পৌষালি রোদে তুমুল স্বপ্নে তাঁতানো পিঠ উত্তাপ ধরে রাখতে রাখতে রাতের কুয়াশায় জমে হিম হয়ে গেছে।
সখ্যতা গড়েছিলাম ঝরা পাতাদের সাথে,
কোন ফাঁকে পাতাকুড়ানির দল বস্তাবন্দী করে নিয়ে গেছে তাদেরও।
কতো স্বপ্ন ভাগাভাগি করেছিলাম তাদের সাথে। কি জানি, এতদিনে হয়তো চুলার গনগনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বসন্তের শুরুতে হাত বাড়িয়েছিলাম সবুজ কচিপাতাদের দিকে।
তারাও কেমন জানি মুখ ফিরিয়ে নিল। শেষে মেঘেদের পিছে দৌড়ি। ক্লান্তপ্রায় আমি ছুঁতে পারি না। কেবলই উড়ে উড়ে যায় দিগন্ত ছাড়িয়ে। আকাশের শেষ সীমানার দিকে তাকাই, যেখানে মিলেছে গিয়ে পাহাড়ের ওপারটায়। কতদূরে সে পাহাড়? যেতে যেতে কি বোশেখ এসে যাবে? তখন তো কালবোশেখী ঝড়ে লন্ডভন্ড করে দেবে স্বপ্নগুলো।