আঁধারের কাছে আলো পরাভুত
আগুনের কাছে জল
আমার কাছে আমি পরাভুত
এ জীবন নোনাজল
আবেগের কাছে মন পরাভুত
কষ্টের কাছে সুখ
পারেনি ছুঁতে আমার আবেগ
কাহারও সিমার বুক
কান্নার কাছে হাসি পরাভুত
আপন যে জন পর
হাসি চাপা দেয়া কান্নার জলে
ভেসে যায় সারাঘর
খারাপের কাছে ভাল পরাভুত
ঢাকা পড়ে ভাল যতো
কেউ মোছে না খারাপের দাগ
বাড়ায় আরো ক্ষত
মৃত্যুর কাছে বাঁচা পরাভুত
জন্মের যত ঋণ
জীবন দিয়ে হবে কি তা শোধ
আমি ছাড়া কোন দিন?