(এক)
    ক্রমশঃ খসে পড়ে পলেস্তারা,
    পুরনো দেয়ালে টেকেনা রঙ
    যেটুকু চকচকে, সদ্য প্রলেপ
    অস্তিত্বের মৌন ক্ষরণ।

(দুই)
    বিষণ্ণতার এই যে ঘেরাটোপ
    বুকের পরে ঘা বসিয়ে কে যেন দেয় কোপ;
    লুকিয়ে সে কোন আততায়ী
    খুন রাঙা দাগ জমেছে ছোপ ছোপ!

(তিন)
    লাশঘরে আছে বুড়ো যে পাহারাদার
    লাশের ভারে সেও কি নির্বিকার!
    কোথা জমা রাখি প্রাণহীন এই দেহ
    এটুকু ভার চায়না যে নিতে কেহ!