(এক)

    কার্ণিশে নুয়ে পড়েছে শিরিষ
    কলাবতী পাতা হাসে
    পাতার পরে সারারাত ঝরা
    শিশিরের কণা ভাসে।

              (দুই)

     মৃত্যুর নেই দেশ,
     মিলনোন্মুখ অগ্নি শিখায় চিতা
     কফিনের লোভে কাতর কবর
     মৃত্তিকা মেলে হা।
     মৃত্যুর নেই জাত,সীমানা
     কিংবা নিয়ম-রীতি
     জীবন সে-তো  মৃত্যুসখা,
     আর কতো রবে না জানি দোহে
     বিষম এ পিরিতি!