যেই পথে হাঁটি মাঝখান ছেড়ে কিনারেতে একেবারে
পেছন থেকে সুবোধেরা এসে চলে যায় ল্যাং মেরে
পথ ছেড়ে আমি কোথায় হাঁটি
যেখানেই যাই শুধু লাঠালাঠি
পারি না কিছুতে এতসব দেখে মনকে প্রবোধ দিতে
ভাবতে গেলে পুড়ে যায় ভাত মাটির ওই শানকিতে
ভাত পুড়ে গেলে কি করে মেটাব ক্ষুধার তীব্র জ্বালা
খালি পেট নিয়ে কাটব কি করে সুবোধের ডালপালা
দিনেদিনে এরা যাচ্ছে শুধুই আগাছার মতো বেড়ে
করছে যা খুশী ইচ্ছেমতো নিজের সীমানা ছেড়ে
যে পথে হাঁটি নয়তো কারো শুধুই সার্বজনীন
মিছিলে স্লোগানে পায়ের চিহ্ন রয়ে গেছে অমলিন
নিজের পথটা ভুলে গিয়ে যারা অন্যের পায়ে হাঁটে
আমি ভাবি কি না সুবোধ বলে নির্বোধ প্রাণীটিকে!