প্রতি জনে জাগে নিজস্ব সত্তা
ভাবে মন আমিই একক
আমি অদ্বিতীয়,
দৃপ্ত উচ্চারণ আমি ঘৃণা করি অহমিকা
আড়ালে বাড়ে নিজস্ববোধের গৌরব
হায় বিশ্বাসঘাতক ইন্দ্রিয়।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই অবয়ব
লাগে বড্ড অচেনা-
সাজসজ্জা ছেড়ে দেখো একবার,
প্রতিদিন যেন নিজের সাথে নিজের লড়াই
ভিন্ন সত্তার প্রতারণা
করা হয়না আবিষ্কার।