ভোরবেলা যখন আলো জাগে
সোনালি সকালের পথ বেয়ে আসে মিষ্টি রোদ
আমি তখনও ছুঁয়ে থাকি নিদ্রার প্রান্ত
কারণ আমি জানি
আমার জন্য কেউ অপেক্ষা করে নেই।
দুরন্ত দুপুরে সূর্যটা মাথার ওপরে যখন
জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে উঠে
আমি তখনও স্নিগ্ধ জলে গা ভেজাই না
আলস্যতায় কাটিয়ে দেই এক একটি মুহূর্ত
কারণ আমি জানি
আমার জন্য কেউ অপেক্ষা করে নেই।
পড়ন্ত বিকেল মানেই প্রেমময়
মানবের সাথে মানবীর
অথবা মানবের সাথে প্রকৃতির
প্রেমহীন আমি তখনও উপেক্ষা করি
গোধূলির রঙ
কারণ আমি জানি
আমার জন্য কেউ অপেক্ষা করে নেই।
রাত্রি আসে নীরবতার নূপুর পায়ে
অদ্ভুত মাদকতায় পৃথিবীকে ঘুম পাড়ায় মমতায়
আমি তখনো তার বৃত্তের বাইরে
বন্ধনহীন সুতোয় জোড়া দিতে মত্ত থাকি
কারণ আমি যে জানি
আমার জন্য কোথাও কেউ অপেক্ষা করে নেই।