তোমার জন্য ধুলোর বুকে বৃষ্টি হয়ে ঝরে পড়া,
তোমার জন্য নদী হয়ে নিত্য আমার ভাঙাগড়া।
তোমার জন্য খেরোর খাতায় বসন্তের লুকোচুরি,
তোমার জন্য হৃদয় জুড়ে কচি পাতাদের হুড়োহুড়ি।
তোমার জন্য স্ট্রীট লাইটে রাতপরীদের আলোক খেলা,
তোমার জন্য বদ্ধ ঘরেও সপ্তডিঙা মেঘের ভেলা।
তোমার জন্য ক্যামেলিয়া ফুল ফুটেছে দেওয়াল জুড়ে,
তোমার জন্য দেওয়াল ঘড়ি গাইছে প্রাণখোলা সুরে।
তোমার জন্য টবের ভেতর ক্যাকটাসেরা মেললো ডানা,
তোমার জন্য হাসছে দ্যাখো রামগরুরের সকল ছানা।
তোমার জন্য ফ্রীজের বরফ লাগছে যেন স্ফটিক হীরে,
তোমার জন্য জ্যোত্সনারা ব্যালকনিতে ধরলো ঘিরে।
তোমার জন্য স্নিগ্ধ বাতাস কাটছে বিলি আমার চুলে,
তোমার জন্য চাঁদটা বুঝি ডুবতে আজ গেছে ভুলে।
তোমার জন্য পেয়ালা হল সোনায় মোড়া পাথরবাটি,
তোমার জন্য শস্যশ্যামল আমার বুকের রুক্ষ মাটি।
তোমার জন্য রাত্রি জেগে মুঠো ফোনে আঁকিবুঁকি,
তোমার জন্য মন আকাশে শরত মেঘ দিচ্ছে উঁকি।
তোমার জন্য স্বপ্নগুলো পাহাড় চুড়ো ছুঁতে চায়,
তোমার জন্য মনটা আমার তোমার কাছেই  ছুটে যায়।

তোমার জন্যই কোনো এক অভিমানের রাতে এই কবিতা লিখেছিলাম,
অনেক দিন পর পুরোনো ডায়েরি ঘেঁটে খুঁজে পেলাম।
পুরোনো স্মৃতি অনেক সময় অনেক কিছু মনে করিয়ে দেয়,
সত্যিই একটা সময় ছিল-
শুধু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য সব করতে পারতাম, সব।
সিন্ধু সেচে মুক্তো আনতে পারতাম,
আনতে পারতাম কৌস্তভ মণি।
তুমি চাইলে হৃদয়টাকেও তুলে দিতে পারতাম তোমার হাতে।
সেই তুমি আর আজকের তুমি
আর সেই আমি আর আজকের আমির মধ্যে অনেক তফাত।
দশক পেরিয়ে আজ সেই প্রেম বাসি ফুলের মালা,
সময় আমাদের বদলে দেয়...
কাছে থাকা মানেই মনের কাছে থাকা নয়।
দূরে থেকেও ভালবাসা যায়।
আজও সেই কৈশোরের সেই ভালবাসা খুঁজে বেড়াই।
খুঁজে বেড়াই সেই নির্ঘুম অভিমানের রাত,
সেই কান্না, সেই হাসি আর সেই অভিলাষ।

চলো আজ আবার সেই দিনগুলোতে ফিরে যাই,
আবার তোমার জন্য চারিদিকের বাস্তবটা রূপকথা হয়ে উঠুক।

তোমার জন্য মেঘ উঠুক গুমোট গরম চৈত্র মাসে,
ভালবাসা ফুল ফোটাক রুক্ষ মাঠের শুষ্ক ঘাসে।
তোমার জন্য ভরে উঠুক কিশোর কবির খেরোর খাতা,
তোমার জন্য রিক্ত গাছে গজিয়ে উঠুক নতুন পাতা।
নতুন করে ভালবাসার কাব্য লিখি তোমার গায়ে,
আমার প্রেমের সিন্ধুলিপি আলতা হোক তোমার পায়ে।
অগোছালো এই শোওয়ার ঘর হয়ে উঠুক স্বর্গপুরী,
এসো আজ দুজনে মিলে প্রেমের নতুন নামতা পড়ি।
মাঝবয়েসী চাঁদের মত মেঘের সাথে প্রেমের খেলা,
মন উঠোনে তোমার সাথে এক্কাদোক্কা সারা বেলা।
তোমার জন্য রাত্রি জেগে খুনসুটি আর কান্নাকাটি,
তোমার জন্য সবুজ হোক আমার মনের রুক্ষ মাটি।
চোখের জলে বালিশ ভিজুক, ভিজুক মোদের ভালবাসা,
শ্রাবণধারায় প্রকৃতি ভিজুক, জাগাক নতুন প্রাণের আশা।
ভালবেসে আজ পূর্ণ হবো, শ্রাবণ শেষের দীঘির মত,
ভালবাসার শিল কুড়াবো, জুড়িয়ে নেবো মনের ক্ষত।
তোমার জন্য বৃষ্টি হয়ে  ধুলোর বুকে পড়বো ঝরে,
তুমিও তখন থাকবে সুখে আমার ভালবাসার ঘরে।