স্বাধীনতা আমার দেশের মাটি, স্বাধীনতা আমার নদীর জল।
স্বাধীনতা মানে ১৫ই আগষ্টে, পতাকা হাতে কচিকাঁচার দল।
স্বাধীনতা আমার মায়ের আঁচল, তার নীচে আমাদের বরাভয়,
আমরা মায়ের শত কোটি সন্তান, আমরা করেছি চাঁদের মাটি জয়।
স্বাধীনতা আজ পতাকা হয়ে ওড়ে, শহর থেকে গ্রামে গ্রামান্তরে।
কষ্টে পাওয়া স্বাধীনতার স্বাদ, ভারতবাসীর হৃদয়ের অন্তরে।
স্বাধীনতা দিবস জুড়ে আজ, বাজছে কেবল দেশ মায়ের গান।
এই স্বাধীনতা ছিনিয়ে নিতে গিয়ে, ঝরে গেছে কত শত তাজা প্রাণ।
বাংলাই তো দেখিয়েছিল পথ, চট্টগ্রাম, ঢাকা, মেদিনীপুর।
চারণ কবির নির্ভীক কলমে, মনে দাগ কাটা স্বাধীনতার সুর।
অগ্নিশিশু ক্ষুদিরামের ফাঁসি, বিনয়-বাদল-দীনেশের বলিদান।
স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে, উৎসর্গিত হাজার হাজার প্রাণ।
স্বাধীনতা মানে লবন সত্যাগ্রহ, আইন ভাঙার অধিকার অর্জন,
স্বাধীনতা মানে খাদি-খদ্দর-চটি, বিলেতি জিনিস করবোই বর্জন।
স্বাধীনতা মানে দিল্লী চলার ডাক, নেতাজীর সেই উদাত্ত আহ্বান।
ভারত ছাড়ো আন্দোলনের ডাকে, গান্ধীজির অহিংস অভিযান।
অবশেষে এলো স্বপ্নের স্বাধীনতা, মধ্য রাত্রে নতুন সূর্যোদয়।
আকাশে বাতাসে বন্দেমাতরম, ঘোষিত হল ভারতমাতার জয়।
এ স্বাধীনতা জীবনের চেয়ে দামী, এ স্বাধীনতা জাতির অহঙ্কার,
জীবন দিয়েও বাঁচিয়ে রাখবো মোরা, এটাই হোক সবার অঙ্গীকার।