দুর্গা এলো চলেও গেলো চারদিনেতেই শেষ।
মনে তবু রয়ে গেল পুজো পুজো রেশ।
বিজয়াতে মায়ের ভাসান, প্রণাম - কোলাকুলি।
বন্ধুদের শুভেচ্ছা আর গুরুজনদের চরণধুলি।
বিসর্জনের পাট চুকিয়ে প্রণাম বাড়ি বাড়ি।
কোলাকুলির আলিঙ্গনেও আবেগ ছিল ভারি।
ডাক পিওনের চিঠি জুড়ে শুভ বিজয়ার প্রীতি।
বাঙালী আজ ভুলে গেছে বিজয়ার সেই রীতি।
বিজয়া এখন ভার্চুয়ালি, মেসেজ হোয়াটসঅ্যাপে।
লুচি-সুজি হারিয়ে গেছে জেনারেশন গ্যাপে।
ছোঁয়াছুঁয়ির বালাই নেই, ভরসা মুঠোফোনে।
শুভ বিজয়া বার্তা কিন্তু দাগ কাটে না মনে।
নাড়ু মুড়কি হারিয়ে গেল ফাস্ট ফুডের ভীড়ে।
উৎসবের আবেগ কেবল সোস্যাল মিডিয়া ঘিরে।
"চুক-ডুগা-ডুগ" ডিজে বাজে বিসর্জনের নাচ।
হারিয়ে গেছে "ঢ্যাং-কুরা-কুর" ঢাকের আওয়াজ।
মদের ঘোরে ছেলে-মেয়ে নেচে জমায় পাড়া।
শ্রদ্ধা ভক্তি জলাঞ্জলি, এরা সৃষ্টিছাড়া।
ছবি তোলার জন্য এঁরা সিঁদুর লেপে গালে।
কত কী যে দেখতে হবে সখের কলিকালে।
সবার মনে ভক্তি দিও, প্রণাম নিও মা।
তোমার সব সন্তানদের করে দিও ক্ষমা।🙏