বর্ষার অভিসার শেষে আসে শরৎ।
ঊষার আবরণে সে আসে,
রাত শেষে প্রত্যুষের নববধূর বেশে।
শুভ্র মেঘ রাশি তাঁর অবগুণ্ঠন হয়ে শোভা পায়।
প্রকৃতির অঙ্গসজ্জায় বাতাস খেলে কাশফুলের বুকে ।
নদীর স্বচ্ছ জলে খেলা করে শরতের মেঘ।
রাতের আকাশ জুড়ে লুকোচুরি খেলে মেঘ আর চাঁদ।

উমা আসছেন, কৈলাশ থেকে,
অরুণ আলোকবর্তিকা নিয়ে তিনি আসছেন।
প্রকৃতিও সেজে ওঠে মায়ের আগমনে।
মন ভোলানো সাজে দেবীর বোধন হবে।
নবপত্রিকায় মায়ের সাজে বৃক্ষরাজি জাগরিত আজ।

নববধূরাও আজ সেজেছে প্রকৃতির রঙে,
রাইকিশোরীও সেজেছেন মনের মাধুরী মিশিয়ে।
প্রকৃতির সাথে সাথে আমাদের মনও সেজে উঠেছে।
এসো দেবীপক্ষের আলোতে মনের আলো জ্বেলে দিই।
অনির্বাণ আলোয় ঘুচে যাক মনের অন্ধকার।