পূব আকাশে ঊষার কিরণ দোলের প্রতিভাস
ডালে ডালে পাতায় পাতায় ফাগের উচ্ছ্বাস ।
শিলাবতী আজ খেলছে হোলি নীল আকাশের সনে
বসন্তের রঙ লেগেছে আমার অবুঝ মনে।
রঙ খেলছে শিমুল পলাশ, কোকিল ডাকে ওই,
রঙের জোয়ার এলো মনে, তুমি এলে কই?
পুর্ণিমার জ্যোৎস্না ভেজা বিশ্ব চরাচর
দোলের আবেশ জড়িয়ে গায়ে স্বপ্নের নির্ঝর।
ফুলের গন্ধে বসন্তের এই মাতাল সমীরণ,
ফাগুনের এই আগুন মেখে উতলা হল মন।
প্রকৃতির এই ফাগুন খেলায় বিভোর হয়ে রই,
রঙের জোয়ার এলো মনে তুমি এলে কই?