প্রেম সে তো নীরবেই আসে বাসা বাঁধে মনের ঘরে।
বিনি সুতোর বাঁধন দিয়ে নিয়েছো যারে আপন করে।
যুগ বদলায় দিন বদলায়, প্রেম সে তো একই থাকে।
জীবন দিয়েও প্রেমের টানে কাছের মানুষ আগলে রাখে।
যে মানুষ অচেনা ছিল, আজ সে হল জীবন কাঠি।
ভেজালে ভরা এই দুনিয়ায়, প্রেমই কেবল আছে খাঁটি।
"প্রেমের মরা জলে ডোবেনা" মুরুব্বিদের মুখের বাণী,
ভেসে থাকার বাসনাতেই টানতে হবে প্রেমের ঘানি।
যে জন প্রেমের ভাব জানে না, প্রেম জোটেনা তার কপালে।
সবাই তাই বাসুক ভালো নিয়ম করে রোজ বিকালে।
হারিয়ে গেছে চিঠি লেখা, প্রেম এখন হোয়াটসঅ্যাপে,
বাঁশির সুর আর বিরহ ব্যথা, হারিয়েছে জেনারেশন গ্যাপে।
প্রেমের টানে আঙুল চলে, মোবাইলের টাচ স্ক্রীনে।
কোনো প্রেম হারিয়ে যায়, কোনোটা বাড়ে দিনে দিনে।
প্রেমের টানে আজও মানুষ জীবন দেয় অবলীলায়,
প্রেমে কেউ জ্বলেও ওঠে, উদ্দীপনা শিরায় শিরায়।
ফুল হয়ে কেউ ফুটে ওঠে, প্রেমে হয় কেউ সর্বহারা,
মানব জমিন রইবে পতিত, এই জীবনে প্রেম ছাড়া।
তাই প্রেমে পড়ুন, প্রেমে বাঁচুন, জীবন হোক ধন্য।
দুনিয়া চলে "ঈশ্বর-পৃথিবী-ভালবাসা" আর প্রেমের জন্য।