চড়কের মেলা দিয়ে বছর হল শেষ।
নববর্ষে প্রকৃতি দেবী পরেন নতুন বেশ
ফুলে ফলে পল্লবে শাখায় শাখায়
প্রজাপতি রং মাখে পাখায় পাখায়।
চৈত্র সেলে কেনা জামা নববর্ষের সাজ।
যেতে হবে হালখাতাতে সেরে সকল কাজ।
নিকিয়ে উঠোন আলপনা দেয় ঘরের বউ ঝি।
রোদের আলোয় নতুন বছর দিচ্ছে আজ উঁকি।
নতুন ক্যালেন্ডারের শোভা ঘরের দেওয়াল জুড়ে।
হালখাতার প্যাকেট এলো বাজার ঘুরে ঘুরে।
রান্নাঘরে আজকে হবে পঞ্চব্যঞ্জন।
নতুন বছর বরণ করার হরেক আয়োজন।
ঠাকুর ঘরে মঙ্গলঘট নৈবদ্যের ডালা
বসন্তের ফুল দিয়ে বানানো বরণ মালা।
নতুন বছর আজ, আজ মাস পয়লা,
জীর্ণ পাতার মত ঝড়ে যাক ময়লা
নতুন বছর আজকে নতুন, কাল তো তা পুরানো।
নটে গাছটি আজকে সজীব কাল তো তা মুরানো