জীর্ণ পাতার মত খসে পরে পুরানো ক্যালেন্ডার।
দেওয়াল জুড়ে বিরাজ করে নবাগত অতিথি।
বসন্তের কচি পাতাদের ডাকে নববর্ষ আসে।
মাঠ ভরা ধান আর বৈশাখী বাতাস নববর্ষের বার্তা নিয়ে আসে।
ফুলে ফলে আর নবীন পল্লবে সেজে ওঠে প্রকৃতি,
দুবাহু বাড়িয়ে আহ্বান করে নববর্ষকে।
শীতের রুক্ষতা মুছিয়ে ঋতুরাজ সাজিয়েছে প্রকৃতিকে,
বৈশাখে সে বাসর সাজিয়েছে, পূন্য লগ্ন আজ।
বউ ঝিয়েরা নিকানো উঠোনে আহ্বান করে নতুন বছরকে।
মঙ্গলঘটে আমের পল্লব তাতে সিঁদুরের ফোটা।
ঈশ্বরের আরাধনায় মেতে ওঠে গ্রামের বধুরা।
নতুন খাতা পুজো করে বণিকেরা স্বাগত জানায় নতুন বছরকে।
জীর্নতা আর জরতা কাটিয়ে নব আনন্দে পল্লবিত হওয়ার দিন আজ।
অন্তরের সব দীনতা আজ ঘুঁচে যাক নতুন বছরের প্রথম রবির কিরণে।
প্রাণে আজ নবীনের সাড়া, বুকে আজ আগামীর আশা,
এবছর ভালো হোক সবার, পূরণ হোক সব প্রত্যাশা।
শুভক্ষণে রবির ছটায়, পুরাতন পাপ যাক ধুয়ে।
নববর্ষের পরশ আজ মনের অতলে থাক ছুঁয়ে।
পরশমণির ছোঁয়া পেয়ে সব কিছু হয়ে যাক সোনা।
পথ চেয়ে আসে নববর্ষ, সার্থক আজ দিন গোনা।