এসেছে নতুন দিন বাংলার নিকানো উঠোন জুড়ে
মেতেছে প্রকৃতি আজ নববর্ষের গানের সুরে।
নবপত্রিকা দিয়েছে আজ নতুনের আহ্বানে সাড়া,
বসন্ত বিদায়ে আজ নতুনের আনন্দে মাতোয়ারা।
গাছে গাছে শোভা পায় কচি পাতা আর কত ফল,
সকাল সন্ধায় শুনি পাখিদের কত কোলাহল।
নদী নালা আর খাল বিল, শুকিয়ে চাতকের প্রায়,
হাহাকার করে মরে তারা, কেবলই আকাশ পানে চায়।
কালবৈশাখী আসে মাঝে মাঝে, নব প্রাণ করে সঞ্চয়,
উড়ে যায় পুরানো যা কিছু, নবীনের হোক আজ জয়।

ঘরে ঘরে নিকানো উঠোন, ধানে ভরে চাষীদের গোলা,
সন্ধ্যার বৈশাখী হাওয়ায়, মনে আর  প্রাণে লাগে দোলা।
ব্যবসায় বসত লক্ষ্মী, দোকানের হালখাতা খোলে,
মিষ্টির প্যাকেট উপহার আর দেওয়ালে ক্যালেন্ডার ঝোলে।
চৈত্র সেলে কেনা নতুন জামা আর শাড়ি,
ঘরে ঘরে মাতে উৎসবে, এলাকার যত নর নারী।
বাংলা বছর আসে এভাবেই যুগ যুগান্তরে,
বাংলা সংস্কৃতি বাঁচুক আমাদের সবার অন্তরে।