মায়ের এমন অরূপ রতন রূপ
ত্রিনয়ন জাগে নির্নিমেষ দৃষ্টিতে,
মা তো আছেন প্রতিক্ষণে অনুক্ষণে,
আছেন সকল সৃষ্টিতে-অনাসৃষ্টিতে।
মর্তলোকে মা আসে যুগে যুগে,
সন্তানদের বরাভয় করে দান।
বিপদতারিণী চিন্ময়ী মা আমার,
প্রাণবায়ু দিয়ে করেছো জীবনদান।
পেরিয়ে এসেছি কত মহামারী কাল,
মহাকাল জানে তার হিসাবের খাতা।
মন্ডপে নাকি মূর্তিতে তুমি থাকো?
তোমার আসন সবখানে আছে পাতা।
নিরাকারে আছো, সাকারেও আছো তুমি,
আছো বহুরূপে, আছো সবাকার মাঝে।
চন্ডীতে আছো, শ্যামারূপেও আছো,
আছো তুমি মহিষাসুরমর্দিনী সাজে।
বিগ্রহ ছেড়ে দেবলোকে তুমি যাও,
রয়ে যাও তুমি সবার অন্তরলোকে
বিসর্জন তো হয়না মা তোমার,
জ্যোতির্ময়ী থাকো অমল আলোকে।
তমসার ঘোর কাটাও তুমি মা শ্যামা,
ধরণীকে দাও আলো নির্ঝর ধারা।
কেউ বলে তুমি মা করালবদনা,
তুমি মা চন্ডী, তুমিই তো মা তারা।