কোথায় যেন অন্ধকার, কোথায় যেন কালো;
সেই সব অন্ধকারে জ্বেলে দাও আলো।
কোথায় যেন স্বপ্নরা ঘুমিয়ে আছে আজ,
সে স্বপ্নদের বাঁচিয়ে তোলা জেনো তোমার কাজ।
মনের মাঝে অন্ধকার, বাইরে যত আলো,
শুভ দীপাবলিতে মনের আলো জ্বালো।
কারো ঘরে চুলা জ্বলেনা, ভাত জোটেনা মোটে,
কারো আবার ধনতরাসে স্বর্ন কমল ফোটে।
পঞ্চভূতে মহামায়া মাটিরই পুতুল,
ভাগ বাটোয়ারাতেই করেছেন ভুল।
আলোয় ফেরার স্বপ্ন দেখার শুভ দীপাবলি।
আলোয় আলোয় ভরে উঠুক মনের কানাগলি।
মনের আলো জ্বলে উঠুক, ঘুচে যাক কালো,
সবার মুখে অন্ন জুটুক, সবার হোক ভালো।
শিক্ষার আলো জ্বলে উঠুক সবার ঘরে ঘরে,
অশিক্ষার অন্ধকার ঘুচুক চির তরে।
তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সৎ,
আলোর ছোঁয়ায় সেরে উঠুক সমাজের সব ক্ষত।