কচি পাতারা সুবুজের অভিযানে আরও সবুজ হয়ে উঠছে।
কচি শাখা প্রশাখারা ঝড় সামালোনোর তালিমে ব্যস্ত।
কালবৈশাখীর ঝড়ের সাথে লড়াই করাতে হবে যে।
বসন্তের ফুল ঝরে গেছে, কচি ফলেরা দিচ্ছে উঁকি।
কোকিল ডেকেই চলে, শান্ত স্নিগ্ধ সে ডাক,
বসন্ত যেও না চলে, তোমার যতই তাড়া থাক।
রোদের দাপট বাড়ে, এগিয়ে আসছে বৈশাখ,
যদিও সবাই চায়, বসন্ত চিরকাল থেকে যাক।
চিরদিন কিছুই থাকে না, অবিচল স্থানুর মত।
বসন্ত বিদায় নেবে রয়ে যাবে বিরহের ক্ষত।
ফুলেরা নিয়েছে বিদায়, তার সাথে গেছে সুবাসেরা।
সূর্যের দাবদাহ বাড়ে, জল চায় সব চাতকেরা।
দোল পুর্ণিমার সেই চাঁদ, জলে পড়েছিল তার ছায়া।
মা বাসন্তী দেবী আসে, তিনি তো সাক্ষাৎ মহামায়া।
বসন্ত যেও না তুমি চলে, বিলাপ করে জীবকুল।
যদিও বসন্ত জানে, সে চলে যেতে করবে না ভুল।
অকাল বসন্ত এসেছিল, শিবালয়ে মদনের ডাকে।
ত্র্যম্বকের চোখের আগুনে পুড়ে ছাই হতে হল তাঁকে।
সময়ে চলেই যেতে হবে, বসন্ত যতই দামী হোক।
বসন্ত বিলাপ শুধু করি, বুকে গেঁথে বিরহের শোক।
মনেও বসন্ত আসে প্রকৃতির সাথে রঙ মিলিয়ে,
হাসনুহানার মত মন, সব দেয় প্রিয়কে বিলিয়ে।
মনের তো বয়স বাড়ে না, বসন্ত আসে বার বার।
মদনের মত পোড়ে মন, পুড়ে হয় সব ছারখার।
ফিনিক্স পাখির মত মন, বসন্তের অপেক্ষায় থাকে।
বসন্তের রঙ রূপ গন্ধ, আবার বাঁচিয়ে তোলে তাঁকে।
বসন্তের বিদায় বেলায়, মনে হয় বসন্ত খুব দামি।
আবার দিন গোনা শুরু, বসন্তের অপেক্ষায় আমি।