হৃদয়ের ক্ষত দেখানো যায়না
বোঝানো যায়না ব্যথা।
হৃদয় ছুঁলেই শুধু বোঝা যায়
সেই বেদনার কথা।
ভুলে যেতে গেলে বেশি মনে পড়ে,
বিষের জ্বালাটা বাড়ে।
ছাড়তে চাইলে বেশি পেয়ে বসে,
ভুলতে পারিনা তারে।
জল তরঙ্গ থেমে গেলে জলে
তার ছবি জলে ভাসে।
যত চাই তাকে দূরে ঠেলে দিতে,
তত কাছে চলে আসে।

প্রেম ভুলে যেতে মদিরা ধরলে,
নেশাতেও দেখি তাকে।
তাকে খুঁজে পাই সব অনুভবে,
আমায় ঘিরে সে থাকে।

ভাবি সরে যাব, আর না চাহিব
তার হাসি মুখ পানে।
আমি বুঝলেও মন তা বোঝেনা,
সে শুধু আমায় টানে।