অসুরের কষ্ট দেখে চোখে আসে জল,
দেখে তো হয় না মনে এত দুর্বল।
এই ভাবে হেরে যাবে যুদ্ধ করে?
বিধির বিধান তাই যেতে হবে মরে।

মন্ডপে ঘুরে দেখি পেল্লায় পেশী,
হাসি মুখে প্রাণ দিয়ে তবু কত খুশি।
অসুরের মুখ নিয়ে কাটা ছেড়া চলে,
মুখের আদল নাকি কত কিছু বলে।

অসুরের সংখ্যার কোনো হিসাব নেই ভাই,
মন্ডপে তাই চার-পাঁচটি অসুরও দেখা যায়।
কেউ মোটা, কেউ রোগা, কেউবা ভূতের মত,
আধুনিকতার অজুহাতে রঙ্গ দেখবো কত।

কে বানায় দেবদেবী, কে বানালো অসুর?
পাপ পুণ্যের হিসাব কী, কারই বা কী কসুর।
রজ-তম-সত্য গুণে, ভাল এবং মন্দে,
মনের মাঝেই দেবতা-অসুর, দ্বিধা এবং দ্বন্দে।