অমানিশা বিদায় নিলে অরুণিমা আসে।
পূব আকাশে ঠিক তখনই সুর্য্যি মামা হাসে।
ফুলের হাসি তোমার কাছে হার মেনেছে আজ,
অনাবিল এক সৌন্দর্য্য প্রকৃতি দেবীর সাজ।
চোখে তোমার মায়া কাজল, সাগর জলের নীল;
মুক্তসম দন্তরাজি হাসিতে খিলখিল।
ফাগুন হাওয়া দোলায় তোমার মন মাতানো চুল;
বিধাতা তোমায় গড়তে গিয়ে করেনি কোনো ভুল।
অরুণিমার মাধুরী মেশা রং তোমার গায়ে;
পারিজাতের শুভ্রতাও লুটায় তোমার পায়ে।
সৃষ্টি সুখের উল্লাশে বিধাতার হাতে গড়া তুমি,
তোমায় পেয়ে ধন্য মোরা, ধন্য হল ধরাভূমি।
বাউল বাতাস ধানের ক্ষেতে- তোমার কোমলতা;
দেহের বাঁকে হার মেনেছে নবীন আঙ্গুর লতা।
প্রকৃতি দেবী পড়ালো তোমায় বসন্তের বেশ,
রূপের ছটায় জেগে উঠলো মৃত ইনকা দেশ;
ঘুম ভাঙ্গলো হাজার ফুলের, জেগে উঠলো পাখি;
তোমার জন্যই গানের সুরে তাদের ডাকাডাকি।
জমজমের কূপের মত পবিত্র তোমার মন;
সেই মনের ছোঁয়া পেতে জেগে উঠলো বন।
সূর্য তোমায় রাঙিয়ে দিল, খুশি দিল মনে;
আলোর প্রদীপ জ্বালিয়ে দাও সব আঁধারের কোনে।